ঢাকা: গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণনীতি ২০১৫ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, গৃহকর্মীরা মাতৃত্বকালীন ছুটি পাবেন ১৬ সপ্তাহ। শ্রম আইনের আলোকে অন্যান্য ছুটি, বিশ্রাম এবং বিনোদনের ব্যবস্থা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবেন গৃহকর্তা।
গৃহকর্মী ও গৃহকর্তা আলোচনা সাপেক্ষে বেতন কাঠামো নিশ্চিত করবেন। গৃহকর্মীদের কোনো রকম ভয়-ভীতি প্রদর্শন করা এবং হয়রানি করা যাবে না। কেউ করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, গৃহকর্মী ছেলে হোক মেয়ে হোক এ নীতিতে তাদের সুরক্ষার কথা বলা হয়েছে। ১৪ বছর বয়সী গৃহকর্মীরা হালকা কাজ আর ১৮ বছর বয়সীরা সব ধরনের কাজ করবে। শ্রমনীতি অনুযায়ী গৃহকর্মীদের জন্য একটা হেল্প লাইন চালু করা হবে।