চীনের দক্ষিণাঞ্চলের শেনজেন শহরে ভূমিধসের কারনে নিখোঁজ ৯১ জন।
এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৭ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।চীনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিশাল পরিমাণের নির্মাণ বর্জ্য ধসের কারণে এই ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসটি আঘাত হানার আগে এই শিল্প এলাকা থেকে ৯০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল। শেনজেন চীনের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে অন্যতম এবং শিল্পকেন্দ্র।জানা গেছে, এখনো ৫৯ জন পুরুষ ও ৩২ জন নারীকে খুঁজছে কর্তৃপক্ষ।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিধ্বসের পরে প্রায় ৬০ হাজার বর্গ মিটার এলাকা ৬ মিটার উঁচু কাদায় ঢেকে গেছে। চীনের গণমাধ্যম শেনজেনের জরুরি দুর্যোগ মোকাবেলা পরিস্থিতি কার্যালয়ের প্রধান ইয়াং ফেং জানায়, এই ভূমিধসে ৩৩ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি শ্রমিকদের থাকার স্থান, কয়েকটি কারখানা ও কার্যালয়, একটি ক্যান্টিন ও বিভিন্ন ভবন।