ঢাকা: গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরো সহজ ও স্বাচ্ছন্দ করতে ইবিএল স্কাইব্যাংকিং নামে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন সার্ভিস বা অ্যাপ চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
রোববার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে সোনারগাঁওয়ে অ্যাপটির উদ্বোধন করেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
যে কোনো স্মার্ট ফোনে অ্যাপটি ইন্সটল করে গ্রাহকরা নিজের ব্যাংক হিসোবের যাবতীয় হালনাগাদ তথ্য, ফান্ড ট্রান্সফার, সব ধরনের বিল পেমেন্ট, হিসাব খোলার তথ্য, বিভিন্ন কার্ডের তথ্য, ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ, ইবিএল জিপসহ যাবতীয় গ্রাহক সুবিধা পাবেন। এছাড়া ইবিএল এটিএম বুথ ও শাখার অবস্থান, ব্যাংকের প্রোডাক্ট ও সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্যাদিও জানতে পারবেন।
আলী রেজা ইফতেখার বলেন, বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এমন একটি সেবা চালু করতে পেরে আমরা গর্বিত। অ্যাপটির মাধ্যমে গ্রাহকরা হাতের মুঠোর মধ্যে ইবিএল সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন। এছাড়া এর মাধ্যমে গ্রাহকরা স্বল্প সময়ে এবং দক্ষতার সঙ্গে ব্যাংকিং সেবাকে নিজের মতো করে ব্যবহার করতে সমর্থ হবেন।