ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) টাইফুন ‘মেলর’ আঘাত হানার পর বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫ জনে।
শনিবার (১৯ ডিসেম্বর) দেশটির দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাত ও ঠান্ডা ঝড়ো বাতাসের কারণে ফিলিপাইনের বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা। বন্যায় ভেসে গিয়ে ও হাইপোথারমিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩৫ জনের প্রাণহানির ঘটনা ঘটছে।
সংবাদ মাধ্যমগুলোর খবরে আরও বলা হয়, বন্যা পরিস্থিতির কারণে দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার।
এর আগে মঙ্গলবার সকালে ২৩০ কিলোমিটার বেগে আঘাত হানে টাইফুন ‘মেলর’ যা স্থানীয়ভাবে ‘নোনা’ নামে পরিচিত।
প্রতি বছরে কমপক্ষে ২০টি বড় ধরনের ঝড়ের কবলে পড়তে হয় ফিলিপাইনকে।