কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলুগোলা প্রজেক্ট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফের বিজিবি-২ এর অধিনায়ক আবু জার আল জাহিদ জানান, রাতে একদল বিজিবি নাফ নদীর পাড়ে আলুগোলা প্রজেক্ট এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় কয়েকজন লোক তাদের দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি উদ্ধার করে তা থেকে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়।