ঢাকা: মহান ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের স্থান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখো কণ্ঠে জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৩১ মিনিটে জাতীয় সংগীত শুরু হয়। এ সময় লাখো মানুষ অংশ নেন। তাদের ঢল উদ্যানের বাইরে গিয়েও ঠেকে। পরে শপথ বাক্য পাঠ করানো হয়।
শপথ পড়ান অর্থনীতিবিদ, অধ্যাপক, গবেষক, লেখক আবুল বারকাত। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বিশিষ্ট লেখক মুহম্মদ জাফর ইকবাল, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ মঞ্চের অন্য নেতাকর্মীরা।
এ বিষয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম বলেন, এটি আসলে কোটি কণ্ঠে হবে। দেশের প্রতিটি জেলা-উপজেলা এবং বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা একই সময়ে জাতীয় সংগীত গেয়েছেন। সব মিলিয়ে লাখো নয়, কোটি কণ্ঠে সংগীত গাওয়া হয়েছে। উদীচী এবং জাগরণের শিল্পীরা যা সমন্বয় করেছেন।
এই অনুষ্ঠানের আগে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।