৭ ইঞ্চির ট্যাবে ৮ ঘণ্টা ব্যাক আপ

Slider তথ্যপ্রযুক্তি

 

2015_12_16_12_06_51_q3UFHiHVwp8aC870YKQlrGnaSMgdb3_original

 

 

 

 

ঢাকা: তাইওয়ানের বিখ্যাত বহুজাতিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুস বাজারে নিয়ে আসল জেন সিরিজের নতুন ট্যাব। এটির মডেল জেনপ্যাড সি ৭.০। সোমবার ভারতের মোবাইল বাজারে ট্যাবটি অবমুক্ত করা হয়।

৭ ইঞ্চির সুপার ব্রাইট ডিসপ্লে ট্যাবটির রেজুলেশন ১০২৪ x ৬০০ পিক্সেল। ট্যাবটির পিক্সেল পার ডেনসিটি ১৭০ পিপিআই। এতে ১০ আঙ্গুলে কাজ করা যায় এবং জেন মোশন সাপোর্ট গেসচার আছে।

মিডিয়াটেকের কোয়াড কোর প্রসেসরের সঙ্গে এতে আছে ১ জিবি র‌্যাম। এই ট্যাবটি  থ্রিডি গ্রাফিক্স সমর্থন করে। ৮ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে ট্যাবটিতে। ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে অতিরিক্ত মেমোরির জন্য। এটি অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।

এতে ৫ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট করার জন্য .৩ মেগা পিক্সেল ফ্রন্ট  ক্যামেরা রয়েছে।

ট্যাবটির ব্যাটারি ৩৪৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের। এক চার্জে এটি টানা সাড়ে আট ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

ট্যাবটির সাথে আসুস ওয়েব স্টোরেজে ১১ জিবি ফ্রি পাওয়া যাবে প্রথম বছরের জন্য। আর গুগল ড্রাইভ স্পেসে রয়েছে ১০০ জিবি স্টোরেজ ২ বছরের জন্য। ভারতীয় বাজারে ট্যাবটির মূল্য ৭ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় মূল্য ৯ হাজার ৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *