টঙ্গীতে গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে গাজীপুর মহানগর আওয়ামী পেশাজীবী লীগের উদ্যোগে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি টঙ্গীর হোসেন মার্কেট মোক্তারবাড়ি রোডের মহানগর পেশাজীবী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থানীয় শফিউদ্দিন রোড, কলেজগেট, চেরাগআলীসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে হোসেন মার্কেটে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংগঠনের সভাপতি শাহ আলম ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মানিক, কেন্দ্রীয় নিবার্হী সদস্য ফয়জুল আলম রিংকু, গাজীপুর মহানগর পেশাজীবী লীগের নেতা কামাল সরকার, ইদ্রিস মোল্লা, সামিউল ইসলাম, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, শেখ অলিদুর রহমান অলি, কামাল হোসেন, ফারুক হোসেন, আ: সালাম, আজিজুল হক খোকন, একরামুল হক, ফাহিম বিল্লাহ, হাবিবুর রহমান, আব্দুল মান্নান সরকার, আবুল হোসেন প্রমুখ।
বক্তাবা বলেন, আজকের এই দিনে (১৫ ডিসেম্বর) গাজীপুর হানাদার মুক্ত হয়। গাজীপুরের মানুষ পাক বাহিনীর অত্যাচার-অনাচার থেকে মুক্তি পায়।

![Tongi_Pesajibi_League_Pic-15.12.2015[1]](https://grambanglanews24.com/wp-content/uploads/2015/12/Tongi_Pesajibi_League_Pic-15.12.20151-300x153.jpg)