আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় সালতা প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে সালতা প্রদেশের ‘রোজারিও ডে লা ফ্রন্টেরা’ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত আট জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা সম্ভব হয়নি। তবে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশবাহী গাড়িটির টায়ার ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে থাকতে পারেন। এরপর গাড়িটি একটি সেতুর রেলিং ভেঙে অন্তত ৬৫ ফুট নিচে শুকনো নদীতটে পড়ে যায়। হেলিকপ্টার থেকে তোলা ছবিতে গাড়িটি উল্টো হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
ছবি-এএফপি
রোজারিও ডে লা ফ্রন্টেরা এলাকার মেয়র গুস্তাভ সলিস জানিয়েছেন, দুর্ঘটনাটি যেখানে ঘটেছে সেখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যারা সেখানকার রাস্তার অবস্থা জানেন তারা সেটি এড়িয়ে চলেন।
গাড়িটিতে থাকা ৫০ জন আরোহীর বেশিরভাগই আর্জেন্টিনার সীমান্ত পুলিশের কর্মকর্তা। সালতা প্রদেশের পার্শ্ববর্তী জুজুয় প্রদেশে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে পুলিশের একটি বহরের অংশ ছিল ওই গাড়ি।
এ ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিসিও মাকরি। সূত্র: বিবিসি ও এএফপি