ঢাকা: যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত ও যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা আশা করছি যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সব সম্পদ বাজেয়াপ্ত হবে। যুদ্ধাপরাধীদের দল জামায়াত যেনো বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করতে না পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যমান আইনে সম্ভব না হলে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।