সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ এই নির্দেশ দেন। ইতোমধ্যেই সব মোবাইল ফোন অপারেটর কোম্পানির কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রী বিকাল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগের সব মাধ্যম খুলে দেয়ার নির্দেশে সই করেন। এর আগে গত ১৮ই নভেম্বর ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া হয়। ২২ দিন পর গত ১০ই ডিসেম্বর ফেসবুক খুলে দেয়া হয়। তবে অন্য মাধ্যমগুলো বন্ধ ছিল। রোববার রাতে টুইটার, ইমোসহ কয়েকটি মধ্যম বন্ধের নির্দেশ দেয় ডাক ও টেলিযোগোযোগ মন্ত্রণালয়।