ঢাকা: ছাত্রলীগের কয়েকজন মাতাল নেতা গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রীকে বিতাড়ন করতে তার কক্ষে প্রবেশ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় বাধা দিতে গেলে ঢাবির দুই ছাত্রের ওপর চড়াও হয় ছাত্রলীগের মাতাল নেতারা।
মঙ্গলবার গভীর রাতে ঢাবিস্থ দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকার ৯৭ নং ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ঢাবি আইবিএর ছাত্র আসিফ মোহাম্মদ জানান, তার বান্ধবী ও ঢাবির সাবেক শিক্ষার্থী টুম্পা ওই ভবনের একটি কক্ষে ভাড়া থাকেন। টুম্পার সঙ্গে রুমমেট হিসেবে থাকেন আরেক ছাত্রী নিপা। কিছুদিন ধরে নিপার বন্ধু নাবিল টুম্পাকে কক্ষ ছেড়ে দিতে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ২টার দিকে নাবিল ও তার বন্ধু ছাত্রলীগের কেন্দ্রীয় উপ সম্পাদক মামুন, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ধ্রুব, ঢাবি শাখার সহ সভাপতি মিথুন চন্দ্র দাস, যুগ্ম-সম্পাদক আল আমিন সহ আট-দশজন মাতাল অবস্থায় টুম্পাকে কক্ষ থেকে বের করে দিতে যায়।
খবর পেয়ে আসিফ ও তার দুই বন্ধু ঘটনাস্থলে গেলে তাদের মারধর করা হয়। হামলাকারীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের অনুসারী বলে ছাত্রলীগ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে মোবাইল ফোনের মাধ্যমে সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছাত্রলীগের সবাই আমার অনুসারী।’