রাশিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ড নিহত ২১

Slider সারাবিশ্ব

 

1449991796

 

 

 

 

রাশিয়ার একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। রোববার দেশটির জরুরি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আহত আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন।তিনি জানান, রাশিয়ার দক্ষিণের এলাকা ভরোনেঝের আলভিরোভকা গ্রামে হাসপাতালটি অবস্থিত। এটি কাঠের তৈরি ভবন ছিল। কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সোভিয়েত আমলে নির্মিত যেসব ভবন এখনো ব্যবহৃত হচ্ছে, সেগুলোতে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এ কারণে প্রায়ই রাশিয়ায় অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ২০১৩ সালের সেপ্টেম্বরে রাশিয়ার উত্তরে একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৭ জন মারা যায়। একই বছর এপ্রিলে অগ্নিকাণ্ডে নিহত হয় ৩৮ জন। ২০০৯ সালে মস্কোর কাছে একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল ১৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *