প্যারিসে গত দুই সপ্তাহ ধরে চলে আসা জলবায়ু সম্মেলনের চূড়ান্ত খসড়া চুক্তি অবশেষে সবার সমঝোতার ভিত্তিতে অনুমোদন পেতে যাচ্ছে। খবর বিবিসির।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপি জানিয়েছেন যে স্থানীয় সময় অনুযায়ী সাড়ে দশটায় খসড়াটি সদস্য দেশ সমুহের মন্ত্রীদের এক বৈঠকে উপস্থাপন করার কথা জানিয়েছেন তিনি। তবে প্রস্তাবিত চুক্তির কোন বিবরণ জানাতে অস্বীকৃতি জানান তিনি।
মন্ত্রীদের ওই বৈঠকে উপস্থাপনের আগে খসড়াটি জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষায় রুপান্তর করা হবে বলে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রনালয়।এই খসড়া গত শুক্রবারই অনুমোদন পাওয়ার কথা ছিল কিন্তু মতানৈক্যের কারণে তা শনিবার পর্যন্ত গড়ায়। নির্দিষ্ট সময়সীমার প্রায় ১৬ ঘন্টা পর সমঝোতায় পৌঁছান বিশ্ব নেতারা।