ঢাকা: আসছে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধ ভিত্তিক দুটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে মোরশেদুল ইসলামের ছবি ‘অনিল বাগচীর একদিন’। অন্যটি মানিক মানবিকের পরিচালনায় ‘শোভনের স্বাধীনতা’। এছাড়াও দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘এপার ওপার’ নামে একটি ছবি মুক্তি দেয়া হয়েছে।
মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ ছবিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, জ্যোতিকা জ্যোতি, আরেফ সৈয়দ, তৌফিক ইমন, ফারহানা মিঠু, মিশা সওদাগরসহ আরো অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। এটি হুমায়ূন আহমেদের পূণ্য স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার গল্প নিয়ে এটিই প্রথম নির্মিত চলচ্চিত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত ছবিটি ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, স্টার সিনেপ্লেক্স, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের একটি করে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে।
আর রশীদ হায়দারের ‘শোভনের স্বাধীনতা’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মাণ করা হয়েছে ‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্র। মুক্তির আগেই ছবিটি কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রসংশিত হয়েছে। কয়েকজন কিশোর মুক্তিযোদ্ধাদের যুদ্ধজয়ের গল্পে নির্মিত হয়েছে ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুন। এছাড়া আরো অভিনয় করেছেন আতাউর রহমান, চিত্রলেখা গুহ, মাহামুদুল হাসান মিঠু, ওয়াহিদা মল্লিক জলি, এহসান জীম, স্বদেশ সুমন, স্বাধীন খুসরু, চৈতি, খাইরুল আলম সবুজ প্রমুখ। শোভন চরিত্রে অভিনয় করেছেন রুদ্র রাইয়ান। ছবিটি রাজধানীর দুই মাল্টিপ্লেক্সে ছাড়াও দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
অন্যদিকে সর্ম্পূণ বাণিজ্যিক ধারার চলচ্চিত্র হিসেবে মুক্তি পেয়েছে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘এপার ওপার’। এতে জুটি বেঁধেছেন বাপ্পি ও আঁচল। ঢাকার অদূরে পুবাইলে এর দৃশ্যধারণ হয়েছে। ছবিতে দেখা যাবে নদীর দুই পারে বাপ্পি ও আঁচলের গ্রামের বাড়ি। তাদের জীবনের ভালোবাসা ও চড়াই-উৎরাইয়ের গল্প নিয়ে ছবির কাহিনি। এখানে আঁচলের বাবা চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। এই ছবির মাধ্যমে প্রায় সাত বছর পর পরিচালনায় ফিরলেন গুণী নির্মাতা দেলওয়ার জাহান ঝন্টু। ছবিটি প্রায় অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।