২শ’ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে আখ মাড়াই শুরু

অর্থ ও বাণিজ্য

index

 

 

 

 

জয়পুরহাট: গত তিন মওসুমের অবিক্রিত ২৫ কোটি টাকার চিনিসহ পৌনে ২শ’ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০১৫-১৬ অর্থ বছরের আখ মাড়াই মওসুম শুরু করলো দেশের বৃহত্তম চিনিশিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল।

শুক্রবার ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মওসুমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

চলতি মাড়াই মওসুমে এ চিনিকলে ৬৫ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ৮৭৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

চিনিকল কর্তৃপক্ষ জানায়, এ মওসুমে চাহিদামত আখ পাওয়া গেলে ৪৫ দিন মাড়াই কাজ চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী ও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *