ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর মহানগরের মাধবপুর এলাকায় এক বাড়িতে ডাকাতির ঘটনায় আহত ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার ভোররাতে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল হোসেন মারা যায়।
গাজীপুর সদর উপজেলার মাধবপুর এলাকায় গত বুধবার গভীর রাতে এক ডাকাতির ঘটনা ঘটে। ২দিন চিকিৎসাধীন থাকার পর আহতদের মধ্যে বাবুল হোসেন নামে একজনের মৃত্যূ হয়েছে। এঘটনায় জনতা শুক্রবার রাতে ২জনকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ডাকাত কবলিত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের মাধবপুর এলাকার ব্যাবসায়ী আবুল হোসেন এবং তার ছোট ভাই বাবুল হোসেনের এক তলা ফ্লাট বাসা রয়েছে। ওই বাসার নীচতলায় চারটি কক্ষের একটিতে আবুল হোসেন, দুইটিতে দুই ছেলে এবং একটিতে তাঁর ছোট ভাই বাবুল হোসেন বসবাস করেন। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১৫ জনের এক দল অস্ত্রধারী ডাকাত ওই বাসায় হানা দেয়। সামনের কলাবসিবল গেইট থাকায় ডাকাতরা প্রথমে ওই বাড়ির ছাদ দিয়ে ভিতরে ঢুকে। পরে ডাকাত সদস্যরা প্রথমে আবুল হোসেনের ছেলে করিম ও তাঁর স্ত্রীকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাতœক জখম করে। এসময়ে করিমের ছোট ভাই মনির এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। তাদের চিৎকার শুনে পাশের ঘর থকে আবুলের ছোট ভাই বাবুল হোসেন এগিয়ে এসে ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত সদস্যরা তার মাথায় ককটেল ছুড়ে দেয়। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে ডাকাত সদস্যরা তাদের বাড়ি থেকে ১০-১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। আহত ৪জনকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোররাতে এ্যাপোলো হাসপাতালে বাবুল হোসেন মারা যায়। ডাকাতিতে জড়িত সন্দেহে জনতা ভবানীপুর থেকে বাবুল (৩২) ও রাসেল (২৫) নামে ২জনকে আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।