নারীর হাতে পুরুষ লাঞ্ছিত দেখতে চান রওশন!

নারী ও শিশু

 

2015_12_09_20_54_55_FgDoT6S4Y2LqksN5GLUewmCwzUu0br_original

 

 

 

 

ময়মনসিংহ : বর্তমান সময় নারী-পুরুষ সাম্যের কথা বলা হচ্ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে সমানভাবে পুরুষরাও এগিয়ে আসছেন। কিন্তু জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি একটু বেশিই বলে ফেললেন!

বুধবার দুপুরে ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজে এক সভায় তিনি বললেন, ‘আমি এমন দিন দেখতে চাই যে দিন নারীদের হাতে পুরুষরা লাঞ্ছিত হবে!’

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার পথ অনুসরণ করে নারীদের উজ্জীবিত ও উদ্দীপ্ত হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির (জাপা) সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদে বিরোধী দলের প্রধান রওশন এরশাদ বলেন, ‘এজন্য পুরুষ শাসিত সমাজের শৃঙ্খলা ভেঙে নারীদের নেতৃত্বের মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। আমি এমন দিন দেখতে চাই যে দিন নারীদের হাতে পুরুষরা লাঞ্ছিত হবে।’

নারীদের নিরাপদে থাকতে ক্যারাতে শেখার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘সরকার নারীদের অগ্রাধিকার দিচ্ছে এবং নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের লেখাপড়া শিখে উদ্দীপ্ত হতে হবে।’

জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত ওই আলোচনা সভায় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুক, কলেজের অধ্যক্ষ এনএম শাজহান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুর নেছাসহ শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পাঁচটি ক্যাটাগরিতে অবদানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের ১০ জয়িতার হাতে ক্রেস্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *