ঢাকা : বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগী ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় বিচার শুরু হয়েছে ঢাকার সিএমএম আদালতে।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান শিশিরের আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে এই বিচার শুরু হয়। একই দিন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করেন বিচারক।
একই সঙ্গে আসামিরা অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করলে আদালত আগামী ৩ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলার অপর আসামিরা হলেন- মোস্তফা আহমেদ, মো. ইয়াহিয়া, বাবুল সরদার, সুলতান মাহমুদ, মতিউর রহমান, আকন মো. সুসা কলিমুল্লাহ, আব্দুল আলীম নকি, আবুল কালাম আজাদ, খোকন, কালাম ও তোফায়েল আহমেদ।
উল্লেখ্য, ২০১০ সালের ১৭ জুন বিরোধী দলের হরতাল চলাকালে গুলশান থানাধীন এলাকায় আসামিরা বেআইনী জনতাবদ্ধ হয়ে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর ও পুলিশের উপর হামলা চালায়। ওই অভিযোগে ঘটনার দিনই গুলশান থানার এসআই মোহাম্মাদ আলী এই মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের পর ২০১৪ সালের ৩০ এপ্রিল গুলশান থানার এসআই গিয়াস উদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন।