১৫ হাজার টাকায় লেনোভোর ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি

2015_12_07_16_09_02_rHWxDrgqCC3cwRAJFkdG1qKA1VK0wY_original

 

 

 

 

ঢাকা: লেনোভোর দুনিয়া সব সময়ই রঙিন। এবার ক্রেতাদের মন রাঙাতে সাশ্রয়ী দামের ল্যাপটপ ছেড়েছে প্রতিষ্ঠানটি। ল্যাপটপটির মডেল আইডিয়া প্যাড ১০০ এস। এটির বডি ফিঙ্গারপ্রিন্ট রেসিসট্যান্ট শেলে তৈরি। এতে আছে আকর্ষণীয় কিবোর্ড এবং শক্তিশালী ব্যাটারি। এটির মূল্য মাত্র ১৭৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৫ হাজার ৫৮৪ টাকা।

এটির ডিসপ্লে ১১.৬ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল।  এতে আছে ১.৩৩ গিগাহার্টজের ইন্টেলের অ্যাটম জেড ৩৭৩৫ এফ প্রসেসর। পিসি মেমোরি ২০৪৮ এমবি ডিডিআর ৩ এসডির‌্যাম ১৩৩৩ মেগাহার্টজ। গ্রাফিক্স কার্ড ৩২ এমবি ডেডিকেটেড ইন্টেল এইচডি গ্রাফিক্স।  বিল্ট ইন মেমোরি স্টোরেজ ৩২ জিবি এসএসডি।

ল্যাপটপটিতে ৮০২.১১ এসি ওয়্যারলেস, ব্লুটুথ ৪.০ নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। এতে ৩২ বিটের মাইক্রোসফট উইন্ডোজ ১০ হোম এডিশন ইনস্টল করা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *