ফেসবুক বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের নির্বাক অবস্থান

Slider টপ নিউজ তথ্যপ্রযুক্তি

গণ বিশ্ববিদ্যালয় (সাভার):  ‘তুলতে হবে নিষেধাজ্ঞা, খুলতে হবে ফেসবুক’ এই স্লোগানে ‘নির্বাক অবস্থান কর্মসূচি’ পালন করেছে স‍াভার গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা।

index

 

 

 

 

সোমবার (০৭ ডিসেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‍এ কর্মসূচি পালন কর হয়।

অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা আলী বাবু, সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল, ফামের্সী বিভাগের শিক্ষক মো. মনির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক হাসিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি শামীম হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের স্লোগান সম্বলিত পোস্টার, ফেস্টুন লক্ষ্য করা যায়। পরে শিক্ষার্থীরা গণস্বাক্ষর করেন।

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ করার প্রতিবাদে অনুষ্ঠিত ‘নির্বাক অবস্থান কর্মসূচির’ আহ্বায়ক বিধান মূখার্জী বলেন, ‘ফেসবুক বাংলাদেশে বিকল্প গণমাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছিল। স্বাধীন মত প্রকাশের স্বার্থে অবিলম্বে এটি খুলে দেওয়া উচিত।’

এ সময় শিক্ষার্থীরা আরো বলেন, নিরাপত্তার জন্য দু-চারদিন ফেসবুক ও অন্য যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার মানে কী? দ্রুত ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যমগুলো খুলে দেওয়ার দাবি জানান তারা।

নিরাপত্তার অজুহাতে গত ১৮ নভেম্বর দুপুর থেকে বাংলাদেশে ফেসবুক, ভাইবার ও হোয়াটঅ্যাপস বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *