ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নিবির্ঘ্ন করতে মহাসড়কে গাজীপুর পুলিশের সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।
রাজধানী ঢাকার সঙ্গে দেশের বিভিন্ন জেলার ৫৯টি রুটের টার্নিং পয়েন্ট গাজীপুরের স্পশর্কাতর স্থান গুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-নরসিংদী, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা থেকে গাজীপুর বাইপাস হয়ে সিলেট সহ অন্যান্য জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলো সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে যনজট মুক্ত রাখতে ওই বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
গাজীপুর জেলা পুলিশের শহর ও যানবাহন নিয়ন্ত্রণ শাখার সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, ঈদে মানুষের যাতায়াত যানজট মুক্ত রাখতে সহস্রাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কের সাবিক নিরাপত্তা ছক তৈরী করা হয়েছে। বতর্মানে ওই ছক অনুসারে কাজ চলছে।
সাখাওয়াত হোসেন বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গাজীপুর ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৯ জন সহকারী পুলিশ সুপার, ১০ জন ইন্সপেক্টর সহ প্রায় সহস্রাধিক পুলিশ যানজট নিরসনে কাজ করবে । রাত এবং দিনে ১২ ঘন্টা করে ২ শিফটে কাজ করবে আমাদের পুলিশ ।
ঢাকা ময়মনসিংহ সড়ক এর টঙ্গী বাজার হতে জয়দেবপুর চান্দনা চেীরাস্তা হয়ে জৈনা বাজার পর্যন্ত, মীরের বাজার হতে টঙ্গী, এবং আশূলিয়া হতে চন্দ্রা, ভোগড়া বাইপাস মোড় হতে চন্দ্রা হয়ে স্কয়ার পর্যন্ত মোট ৩৮ টি পয়েন্টে ৩৮ টি টিম থাকবে । এই ৩৮ টি পয়েন্টের মাঝ পথে সমস্যা দূর করতে মটর সাইকেল যোগে মোবাইল ডিউটি করবে মোট ১৯ টি টিম ।
এছাড়া বিশেষ গাড়িতে স্ট্রাইকিং ফোর্স নিয়ে ভ্রা্ম্যমান থাকবে ১০ টি টিম । রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে সেটিকে সরিয়ে নেয়ার জন্য বিশাল আকৃতির রেকার থাকবে ৩টি পয়েন্টে, কালিয়াকৈর এর চন্দ্রা মোড়, জয়দেবপুরের চান্দনা চেীরাস্তা এবং রাজেন্দ্রপুর মোড়ে । মূল পুলিশ কন্ট্রোল রুম ছাড়াও জয়দেবপুর চান্দনা চেীরাস্তা এবং কালিয়াকৈর চন্দ্রা মোড়ে ২ টি ট্রাফিক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে ।
১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত প্রাক নিরাপত্তা ব্যবস্থা শেষে ২৪ তারিখ থেকে মূল নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে । এই অনুসারে এখন কাজ চলছে।