গাজীপুর: জেলার শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালকে আটক ও ভ্যানটিকে জব্দ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া (৮) সিলেটের দুয়ারাবাজার উপজেলার আছির নগর এলাকার কবিরখালি গ্রামের এনামুল হকের ছেলে। আটককৃত চালক নোয়াখালীর শ্যামবাগ উপজেলার মনির আহমেদের পুত্র সাখাওয়াত হোসেনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মিস্টার জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কভার্ডভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। অবরোধে মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মাওনা হাইওয়ে থানা পুলিশের সহায়তায় জনতা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ঢাকাগামী কভার্ডভ্যানচাপায় শিশু নিহতের ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ভ্যানচালককে আটক ও ভ্যান জব্দ করে। নিহতের লাশ স্বজনরা নিয়ে গেছে।