আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত ৭ : নিহত ১ : গ্রেফতার ৫

Slider জাতীয়

 

2015_08_22_15_55_55_LifUNipuy60icBxOd1MkUfvKAoHVJO_original

 

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির সীমানা নিয়ে দু’গ্র“পের মধ্যে হামলা-সংঘর্ষে চিকিৎসারত অবস্থায় ১জন নিহত। মহিলাসহ হাসপাতালে চিকিৎসারত ছিল ৭জন। এঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামে ইউনুস ঘরামীর বাড়ির উপর দিয়ে যাতায়াতের পথ নিয়ে বাদশা খোন্দকারের সাথে বাকবিতন্ডা হয়। এঘটনা নিয়ে ৩০ নভেম্বর রোববার রাতে দু’গ্র“পের মধ্যে হামলা-সংঘর্ষে উভয়পক্ষের ইউনুস খোন্দকারসহ কমপক্ষে ১৫জন আহত হয়। গুরুতর আহত ৭জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত মাজেদ কারিকরের ছেলে ইউনুস কারিকর (৪৫) এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হলে ঢাকায় চিকিৎসারত অবস্থায় ২ ডিসেম্বর রাতে মারা যায়। ইউনুসের মৃত্যুর খবর শুনে ওই ঘটনার সাথে জড়িত হাসপাতালে ভর্তি ৫জনকে পুলিশ বুধবার গভীর রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল বেল্লাল সরদার (২৬), আ. জব্বার ঘরামী (৫০), হেলাল উদ্দিন ঘরামী (৫৫), জাহানারা বেগম (৪৫) ও তাসলিমা বেগম (২২)। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এবিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *