বাংলাদেশ বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ‘খুব অল্প সময়ের মধ্যেই’ খুলে দেওয়া যাবে বলে আশা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসব নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
কবে নাগাদ ফেইসবুক খুলে দেওয়া হচ্ছে- এ প্রশ্নে প্রতিমন্ত্রী পলক সাংবাদিকদের বলেন, “ফেইসবুক সদর দপ্তরের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফেইসবুক খুলে দিতে পারব।”
ফেইসবুক খুলে দেওয়ার নির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি বলেন, “সুনির্দিষ্ট দিন বা সময় বলছে পারছি না, তবে অল্প সময়ের মধ্যে ফেইসবুক আনব্লক করে দিব বলে জানাচ্ছি।”
বাংলাদেশে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর ফেইসবুকসহ অনলাইনে যোগাযোগের কয়েকটি অ্যাপ বন্ধ করা হলেও বিকল্প পন্থায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে।
ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর পর তার উত্তরে আলোচনার আগ্রহও প্রকাশ করেছে জনপ্রিয় এ যোগাযাগ মাধ্যম।
আগামী ৬ বা ৭ ডিসেম্বর ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তবে এই চিঠির সঙ্গে ফেইসবুক খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেছিলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই খুলে দেওয়া হবে।”