পাকিস্তান গণহত্যা করেছে : বিএনপি

Slider রাজনীতি

 

BNP_logo_banglanews24_490523308

 

 

 

 

ঢাকা : একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার দায় অস্বীকার করেছে পাকিস্তান। গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এমন ঔদ্ধত্য প্রকাশ করা হয়। শুধু তা-ই নয় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির বিষয়ে পাকিস্তানের ক্ষোভ প্রকাশের জবাব চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেয়ার প্রতিক্রিয়ায় তারা ইসলামাবাদে বাংলাদেশি ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে।

এই ঘটনায় বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলটি মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, ‘মিথ্যা বলে সত্যকে আড়াল করা যাবে না। কারণ, একাত্তররে পাকিস্তান গণহত্যা করেছে।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাকিস্তানের ওই বক্তব্যের পর সারা দেশে বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করারও আহ্বান জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *