সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে খারাপ। এর আগে কখনও আমাদের দেশের মসজিদে হামলা হয়নি। সরকারের পতন ঘটানোর জন্য দেশি-বিদেশি চক্র নতুন নতুন পরিকল্পনা করছে। এটি এখন জাতীয় সমস্যা। বর্তমান সরকার একলা চলো নীতি মেনে চলছে। এ সমস্যা সরকারের একার পক্ষে সমাধান সম্ভব নয়। সরকারের উচিত একরোখা না হয়ে জাতীয় সমস্যা সমাধানে বিরোধী দল ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে কাজ করা। তা না হলে দেশের জনসাধারণ ক্ষতিগ্রস্ত হবে। পৌরসভা নির্বাচন বিষয়ে গোলাম মওলা রনি মানবজমিনকে বলেন, এ নির্বাচন লোক দেখানো নির্বাচন। ৫ই জানুয়ারির জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার, গণমাধ্যম ও ব্যবসায়িক সংগঠনসহ কোনো নির্বাচনই নির্বাচন হচ্ছে না সিলেকশন হচ্ছে। ’৯১ এর জাতীয় নির্বাচনের পর থেকে ৫ই জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এমন ধারণা জন্মেছিল মানুষের। কিন্তু এখন নির্বাচন হচ্ছে মাত্র মহড়া। এ মুহূর্তে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করা ভ-ামি। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে হলে সব রাজনৈতিক দলের মতের ভিত্তিতে করতে হবে। বিএনপির নাকে খত দেয়ার জন্য দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করছে সরকার। কারণ বিএনপি বলেছিল কোন দলীয় প্রতীকের নির্বাচনে তারা অংশ নেবে না। বিএনপি রয়েছে উভয় সংকটে। একদিকে তৃণমূল নেতাকর্মীদের ধরে রাখার জন্য তাদের স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। অন্যদিকে নির্বাচন করতে হলে তাদের দলীয় প্রতীকে করতে হবে। বিএনপিকে হেয় করতেই সরকারের এ চালাকি। কিন্তু সরকারের এ ধরনের পদক্ষেপে শুধু রাজনৈতিক দল নয় গণতন্ত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্রের চর্চা নষ্ট হয়ে যাবে। যা দেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন গোলাম মাওলা রনি।