গাজীপুরে যুবলীগ নেতা জালাল হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।
এদের মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন- প্রধান আসামি ফারুক, আহমদ আলী, বিল্টু, আতাউর, জয়নাল আবেদিন ও ফরহাদ।
পলাতক পাঁচ আসামি হলেন- জজমিয়া, আলামিন, জুয়েল, মাহবুবুর রহমান ও আহিম ফকির।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।
বিষয়টি নিশ্চিত করেছেন পিপি হারিজ উদ্দিন আহমদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ১৭ আগস্ট বলখেলা বাজার এলাকায় কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল সরকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আসামিরা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার এ রায় দেওয়া হয়।