বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের ৮৯তম জন্মদিন পালিত

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ শিক্ষা

bangtaj-3
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার, দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের ৮৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার দিনব্যপাী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই দিনটিকে পালন করেন রাজনৈতিক নেতৃবৃন্ধ ও একটি শিক্ষা প্রতিষ্ঠান।

bangataj-2

গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলা শিশুদের জন্য সাধারণ জ্ঞাণ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। এদিন সকালে কচি-কাঁচা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার পরিচালক ইকবাল সিদ্দিকী। বক্তব্য রাখেন কর্মীবোন তৃষা, শৈলী, সাথীবোন কণা রাণী দেবনাথ, রোকসানা ইয়াসমিন এবং সাথীভাই মিঠুন সিদ্দিকী।

আলোচনা সভার আগে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জীবন চিত্রের উপর আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিজয়ী ১০জন শিশুকে পুরস্কৃত করা হয়।

এদিকে গাজীপুর আওয়ামীলীগ বুধবার ঢাকার বননীতে সমাহিত বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদেন করেন। এসময় তারা শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদের কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্ধের মধ্যে ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এড.আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক মাষ্টার, আশরাফ উদ্দিন খান আলামিন, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আরিফ, সদস্য মতিউর রহমান, আঃ বাতেন, মোঃ শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক মেনায়ার হোসেন আকন্দ, গাজীপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন ও কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *