গাজীপুর: গাজীপুরের টঙ্গী থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৠাব- ১। পরে ভ্রামমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) রাতে ৠাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- মো. শাহিন (২১) ও মো. পাভেল মিয়া (১৯)।
এতে বলা হয়, দুপুর থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকায় ৠাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম ও মো. তৌহিদ বিন হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকার বকুল মিয়ার বাড়ী থেকে ৪ কেজি গাঁজাসহ তার ছেলে মো. শাহিন মিয়াকে (২১) ও সিলেটের কোতয়ালী থানার কুমার পাড়া এলাকার মো. মোস্তাফা মিয়ার ছেলে মো. পাভেল মিয়াকে (১৯) আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রামমান আদালত শাহিন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড এবং পাভেল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটকদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।