শ্রীপুরে বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ॥ বিক্ষোভ

Slider ঢাকা

Gazipur_banglanews24_602690501

 

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবীতে চাকুরীচ্যুত্য শ্রমিকেরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শনিবার উপজেলার মুলাইদ এলাকার ওয়েলটেক্র্য গ্রুপের আদিব ডায়িং কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

কারখানার প্লানিং শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান, উৎপাদন ব্যবস্থাপক (পিএম) জসিম উদ্দিন, সহকারী উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) রাশেদুজ্জামান ও আতিকুর রহমানসহ অন্যান্যরা জানান, গত ২৩ অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে কারখানা কতৃপক্ষ ১০৪ জন স্টাফকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরীচ্যুত্য করে। শ্রমিকেরা বকেয়া বেতন দেওয়ার ব্যাপারে জানতে চাইলে কতৃপক্ষ তাদেরকে অক্টোবর মাসের ২৮ তারিখ বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়। পরে ২৮ অক্টোবর শ্রমিকেরা বকেয়া বেতন নিতে কারখানা গেইটে উপস্থিত হলে কতৃপক্ষ তাদেরকে ২৮ নভেম্বর পুনরায়  কারখানা গেইটে বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়। শনিবার ওইসব শ্রমিকেরা লাঞ্চ বিরতির পর কারখানা গেইটে উপস্থিত হলে কতৃপক্ষ সন্ধ্যায় চাকুরীচ্যুত্যে শ্রমিকদেরকে বেতন পাবেনা বলে চলে যেতে বলে। এসময় শ্রমিকেরা বিক্ষুব্দ হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শান্তিপুর্ণ অবস্থান নেয়। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর থানা পুলিশ এসে তাদের দাবী-দাওয়ার ব্যাপারে কতৃপক্ষের সাথে কথা বলার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সড়ে গিয়ে কারখানার প্রধান ফটকে অবস্থান নেয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত বিক্ষুব্দ শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে কারখানা গেইটে শান্তিপুর্ণ বিক্ষোভ করে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, বিক্ষুব্দ শ্রমিকেরা মহাসড়কে শান্তিপুর্ণ অবস্থান নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদেও দাবী-দাওয়ার ব্যাপারে কতৃপক্ষের সাথে কথা বলার প্রতিশ্রুতি দেিল তারা মহাসড়ক থেকে সড়ে যায়।

কারখানার ব্যবস্থাপনার পরিচালক (এমডি) শামীম চিশতী জানান, যেসব শ্রমিকেরা বকেয়া বেতনের দাবীতে কারখানার বাহিরে বিক্ষোভ করছে তারা আমার কারখানার শ্রমিক না। বহিরাগত লোকদের নিয়ে কিছু উশৃঙ্খল শ্রমিক কারখানা গেইটে অযৌক্তিক দাবী-দাওয়া নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বিক্ষুব্দ শ্রমিকদের হাতে ওই কারখানার পরিচয় পত্র আসল কিভাবে এ বিষয়ে জানতে চাইলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেনে। পরে ওই পরিচালক তার এক প্রতিনিধিকে বাহিরে পাঠিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *