ঢাকা: আসন্ন পৌর নির্বাচনে অংশ নেয়া নিশ্চিত করে মেয়র পদে মনোনয়ন প্রত্যয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম নির্বাচন কমিশনে জমা দিয়েছে ১২টি নিবন্ধিত রাজনৈতিক দল।
শনিবার নির্বাচন কমিশন সূত্রে এসব দল ও তাদের মনোনীত ব্যক্তিদের নামীয় তালিকা জানা গেছে।
অংশ নেয়া দলগুলো হলো, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় পার্টি (জেপি), বিকল্পধারা বাংলাদেশ, এনপিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া পিডিপি ও বিএনএফও তাদের প্রার্থীদের প্রত্যয়নকারীর নাম জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে।
বিএনপির ২৩৬টি পৌরসভায় মেয়র পদে দলের মনোনীত একক প্রার্থীকে প্রত্যয়নের ক্ষমতা দেয়া হয়েছে যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা নিজেই। সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও নিজেই চূড়ান্ত প্রার্থীদের প্রত্যয়ন করবেন।
একইভাবে সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি- জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম নিজেদের দলের মনোনীতদের প্রত্যয়নকারী হিসেবে থাকছেন।
এছাড়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক নিজ দলের মনোনীত প্রার্থীদের প্রত্যয়ন করবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ হবেন দলটির মনোনীত প্রার্থীর প্রত্যয়নকারী। এছাড়া পিডিপি ও বিএনএফও তাদের প্রার্থীদের প্রত্যয়নকারীর নাম জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে।
২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পরই দলগুলোকে একক প্রার্থী মনোনয়ন দেয়ার বিধান উল্লেখ করে চিঠি দেয় ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ।
প্রসঙ্গত, বর্তমানে নির্বাচন কমিশনে ৪০টি নিবন্ধিত দল রয়েছে