৫১ বছর বয়সে ১২ হাজার পাথর পেটে

Slider বিচিত্র

1448688135

 

 

 

 

 

মানুষের পেটে পাথর হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এই পাথরের সংখ্যা যদি হয় ১২ হাজার, তবে অবশ্যই আশ্চর্য হওয়ার বিষয়। সম্প্রতি ভারতের কলকাতায় ৫১ বছর বয়সি এক নারীর পেট থেকে অপারেশন করে ১২ হাজার পাথর বের করা হয়।

চিকিৎসকরা জানান, ওই নারীকে যখন পেটের ব্যথায় ছটফটরত অবস্থায় হাসপাতালে আনা হয়, তখন তারা এক্স রে করে জানতে পারেন, তার পেটে পাথর হয়েছে। তখন তারা অপারেশন করে এই পাথর বের করেন।এই পাথরগুলো বের করতে এক ঘণ্টারও বেশি সময় অপারেশন চলে। এই পাথরগুলো ছিল বড় বড়, যার ওজন ২ মিলিমিটার থেকে ৫ মিলিমিটার পর্যন্ত। চিকিৎসকরা জানান, এই পাথর হয়েছিল লবণ ও কোলেস্টেরলের কারণে।

চিকিৎসকদের মতে, এটি একটি বিশ্ব রেকর্ড। ইতিপূর্বে কোনো রোগীর পেটে এত বেশিসংখ্যক পাথর পাওয়া যায়নি। ১৯৮৩ সালে ব্রিটেনে এক রোগীর পেটে তিন হাজার পাথর পাওয়া গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *