শান্তির দাবিতে দীর্ঘ ১১ মাস রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবস্থান কর্মসূচি পালন শেষে নিজ ঘরে ফিরছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
দলীয় সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করে তার অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।
দের সিদ্দিকী দলীয় নেতাকর্মীদের নিয়ে গাজীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় তাঁবু টাঙিয়ে অবস্থান কর্মসূচি এবং জনসভা করেন। এর মধ্যে ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় তিনি এ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য, সংলাপের জন্য দুই নেত্রীকে আহ্বান জানিয়ে ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে দলীয় কার্যালয়সংলগ্ন ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন কাদের সিদ্দিকী। ৬২ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থান করলেও সরকার ও বিএনপি এতে কোনো সাড়া দেয়নি। এরপর পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে শান্তির দাবিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেন মুক্তিযুদ্ধের এই সংগঠক। এই দীর্ঘ সময় বাসা থেকে বের হওয়ার পর কাদের সিদ্দিকী আর বাসায় ফেরেননি।