ফেনী: ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে রেল ট্রানজিট চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের প্রতিনিধিরা শনিবার বিলোনিয়ায় আসছেন।
স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ট্রানজিট চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে প্রতিনিধি দলটি আলোচনায় বসবেন।
প্রতিনিধি দলে বাংলাদেশের ৪ জন, নেপালের ৪ জন, ভুটানের ৪ জন ও ভারতের ৬৬ জনসহ ৮০ জন অংশগ্রহণ করবেন।
তারা রেলপথ ও সড়কপথ পরিদর্শন করবেন। প্রতিনিধি দল চট্টগ্রাম সার্কিট হাউসে ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় ও চট্টগ্রাম কাস্টমস হাউস পরিদর্শন করবেন।
বাংলাদেশের পক্ষে ফেনী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ৪ বিজিবির অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিজিবির ছাগলনাইয়া মজুমদারহাট কোম্পানি কমান্ডার রফিকুল ইসলামজানান, সকালে ৪ দেশের প্রতিনিধিরা মজুমদার হাট ক্যাম্প সংলগ্ন স্থানে যৌথসভায় মিলিত হবেন।
বিলোনিয়া স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ইমাম হোসেন জানান, যোগাযোগ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে প্রতিনিধি দল উপস্থিত থাকার বিষয়টি জানানো হয়েছে।