মিনু হকের পরিবেশনা দিয়ে সন্ধ্যা ৭টায় শুরু হবে আজকের আয়োজন। প্রথমবারের মতো শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে অংশগ্রহণ করতে পেরে তিনি উচ্ছ্বসিত-আনন্দ প্রকাশ করেন। তার নির্দেশনা ও পরিকল্পনায় ‘পল্লবী ড্যান্স সেন্টার’ পরিবেশন করবেন ‘দেশ’। ভরতনাট্যম নৃত্য আঙ্গিকের এ পরিবেশনায় থাকছে দেশের সমসাময়িক নানা প্রসঙ্গ। মাসব্যাপী এ প্রযোজনায় অংশগ্রহণ করেছে প্রসিদ্ধ ভরতনাট্যম নৃত্যশিল্পীরা।
বালমুরালি কৃষ্ণ
ওস্তাদ বালমুরালি কৃষ্ণের পুরো নাম_ মাঙ্গালামপালি্ল বালমুরালী কৃষ্ণ। তিনি ১৯৩০ সালের ৬ জুলাই অন্ধ প্রদেশের পূর্ব গোদাবরি জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন নামকরা সঙ্গীতশিল্পী। তার মাও ছিলেন একজন বিখ্যাত বীণাবাদক। শৈশবেই তার মা প্রয়াত হওয়ায় বাবার কাছে বড় হয়েছেন তিনি। বর্তমানে তিনি একজন খ্যাতিমান যন্ত্রসঙ্গীত, প্লে-ব্যাক শিল্পী, সঙ্গীতায়োজক এবং অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেছেন।
জাকির হোসেন
বর্তমানে ভারতের একজন কিংবদন্তি তবলাশিল্পী, সঙ্গীত আয়োজক, প্রযোজক ও অভিনেতা। তার বাবা আরেক কিংবদন্তি তবলাবাদক আল্লারাখা। ছোটবেলায় বাবার কাছেই তার সঙ্গীতে হাতেখড়ি। তিনি মাত্র তিন বছর বয়সে বাবার কাছে পাখোয়াজ বাজানোর তালিম নেওয়া শুরু করেন। ১১ বছর বয়স থেকে তিনি তবলার প্রতি মনোযোগী হন এবং ১৯৭০ সালে যুক্তরাষ্ট্র ভ্রমণের মধ্য দিয়ে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের যাত্রা শুরু করেন।
শাস্ত্রীয় সঙ্গীত উৎসব-২০১৫
আজ থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘বেঙ্গল ক্ল্যাসিকাল মিউজিক ফেস্টিভ্যাল-২০১৫’। এতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নৃত্যশিল্পী মিনু হক। এ ছাড়াও অন্যান্য দিনে এতে অংশগ্রহণ করবেন ওস্তাদ জাকির হোসেন ও ড. বালমুরালীকৃষ্ণ। তাদের কথা_
মিনু হক