সাতক্ষীরা সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ ২ বাংলাদেশি নিহত

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা
bsf_175956
সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের পাঁচরকি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে মো. নজরুল ইসলাম ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার।
স্থানীয়দের অভিযোগ পেশায় গরু ব্যবসায়ী ওই দুই বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকায় বিএসএফ তাদের গুলি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দুটি ভারতের তারালি এলাকায় রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, বিএসএফের  গুলিতে দুই বাংলাদেশি নিহতের একটি খবর তারা জানতে পেরেছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
সদর উপজেলার বাঁশদগহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিমুল হক জানান, নজরুল ইসলাম ও আব্দুল খালেক বিএসএফের গুলিতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশ আনার চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে আরও যারা ভারতে গিয়েছিল তারা পালিয়ে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে তারাই নজরুল ও আব্দুল খালেক নামে দুই বাংলাদেশির লাশ দেখার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান চেয়ারম্যান নাসিমুল হক।
এ বিষয়ে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবাদার হুমায়ুন জানান,  ‘আমি ওপারে গুলির খবর শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি। এদিকে বিজিবির ৩৮ ব্যাটালিয়ন কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *