বাংলাদেশে ফিলিস্তিনের মতো নির্যাতন চলছে: ফখরুল

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

44040_Mirza
গ্রাম বাংলা ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফিলিস্তিনে যেভাবে অন্যায়, অমানবিকভাবে মানুষ হত্যা করা হচ্ছে, একইভাবে বাংলাদেশেও অন্যায় নির্যাতনের ‘স্টিম রোলার’ চলছে।
আজ মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল লেবার পার্টির এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
রাজধানীর পল্টনের একটি হোটেলে ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও ইফতারের আয়োজন করা হয়।
ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ফিলিস্তিনের গাজায় নিরীহ, অসহায় মানুষ হত্যা করা হচ্ছে। তবুও বিশ্ববিবেক জাগ্রত হচ্ছে না। পরাক্রমশালী রাষ্ট্রের নেতারা বলছেন, প্রত্যেকের আত্মরক্ষার অধিকার আছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বাংলাদেশে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার বিরোধীদের ওপর নির্যাতন চালাচ্ছে। একদলীয় শাসন পাকাপোক্ত করতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি হবে ভয়ংকর।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘এক “বদ্ধ উন্মাদ”, “অর্বাচীন বালক” রাজনীতিতে এসে অবান্তর কথা বলছেন। তিনি বলছেন, ফিলিস্তিনে ইসরাইলের আক্রমণে নাকি বিএনপির হাত থাকতে পারে।’

সভায় অন্যদের মধ্যে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *