সুইজারল্যান্ডের টিকিনো প্রদেশের সরকার নতুন আইন বিধান করেছেন জনসম্মুখে বোরকা পরিধানে সাড়ে ছয় হাজার ইউরো দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, দেশটির কোনো দোকান, বাজার বা অন্যান্য পাবলিক স্থানে সম্পূর্ণ মুখ ঢাকতে পারবেন না মুসলিম নারীরা।
২০১৩ সালে প্রস্তাবিত এক আইনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলের এই স্থানীয় সরকার।
স্থানীয়দের বরাতে ডেইলি মেইল জানায়, টিকিনো সরকার বোরখা ও নেকাব বাতিল করতে চায়। স্থানীয় সংসদ সদস্যরা এমন একটি আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে মুসলিম নারীরা নেকাব পড়তে না পারেন। এছাড়া পর্যটকদের জন্যও এটি প্রযোজ্য। টিকিনোতে যারা যাবেন সেই বিমানবন্দরেই এই নিয়মের কথা জানিয়ে দেওয়া হবে।
নতুনভারে জারিকৃত এই আইন অনুযায়ী বোরকার জন্য সর্বনিম্ন জরিমানা ৬৫ ইউরো এবং সর্বোচ্চ অর্থদণ্ড ৬ হাজার ৫০০ ইউরো। বাংলাদেশি টাকায় যার মূল্য ৫ লাখ ৩২ হাজার টাকা। দেশটির সংসদ জানায়, এই নিষেধাজ্ঞা তাদের আইন পরিপন্থী নয়।
এর আগে ফ্রান্সেও এমন নিষেধাজ্ঞা জারি করা হয়। বোরকা ও নেকাবের জন্য ৩৫ থেকে ১৫০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রয়েছে দেশটিতে।