কুনিও হত্যাকারী ২ আইএস জঙ্গি ভারতে পালিয়ে গেছে

Slider টপ নিউজ

103084_Hindu-1

ভারতের ভিতরে দুই আইএস ঘাতককে খুঁজছে বাংলাদেশ। ভারতের ইংরেজি পত্রিকা দ্য হিন্দুকে এমন কথা বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ‘উই আর ট্র্যাকিং টু আইএস কিলারস ইনসাইড ইন্ডিয়া, সেজ বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাতকার ভিত্তিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার দ্য হিন্দুকে বলেছেন, গত ৩রা অক্টোবর জাপানি কৃষি গবেষক কুনিও হোসির দুই আইএস ঘাতক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছে। বাংলাদেশ তাদের খুঁজছে। মন্ত্রী বলেছেন, তাদের উপস্থিতি সম্পর্কে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এলার্ট করেছি। ওদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশ যেসব গোয়েন্দা তথ্য দিয়েছে তা নিয়ে তারা কাজ করছেন এবং সংশ্লিষ্টদের ধরার চেষ্টা করছেন। এরই মধ্যে ভারতে পালিয়ে আছে এমন শীর্ষ সন্ত্রাসীর ২০৪ জনের নাম উল্লেখ করে ভারতের হাতে লিস্ট ধরিয়ে দিয়েছে বাংলাদেশ। কিন্তু কুনিও হোসির আইএস ঘাতকদের বিষয়ে বাংলাদেশের এই দাবি সর্বশেষ বা লেটেস্ট খবর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যাদের তালিকা ভারতের হাতে দিয়েছি তাতে রয়েছে তাদের ছবি ও ঠিকানা। ১৬ই নভেম্বর ঢাকায় দু’দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক হয়েছে সেখানে আইএসের হুমকি নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু অঞ্চল, আসাম ও মেঘালয়ে কিছু গোপন আস্তানা আছে। এসব স্থানকে সন্ত্রাসীরা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে। মন্ত্রী বলেন, যদিও দুই আএস ঘাতককে ভারতের ভিতরে চিহ্নিত করা হয়েছে, তবু আমরা ২০৪ জনের একটি তালিকা ভারতকে দিয়েছি। তাতে জামায়াতুল মুজাহিদিন ও আনসারুল্লাহ বাংলার বেশ কিছু সদস্যের নাম আছে। এরা কট্টরপন্থি গ্রুপ। তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *