ঢাকা: প্রায় দীর্ঘ আড়াই মাস পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অফিস করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রাত সোয়া ৯টায় গুলশান দুই নম্বর সেক্টরের ৮৬ নম্বর রোডে তার রাজনৈতিক কার্যালয়ে যান।
দীর্ঘদিন পর অফিসে এলে খালেদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার উপদেষ্টা ড. ওসমান ফারুক।
এরপর একে একে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা খালেদাকে শুভেচ্ছা জানান।
এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।
ব্যক্তিগত সফর শেষে লন্ডন থেকে শনিবার (২১ নভেম্বর) দেশে ফিরে গত দুই দিন গুলশানের বাসা ‘ফিরোজা’য় বিশ্রাম নেন বিএনপি প্রধান।
এ দুইদিন পরিবারের সদস্য ও নিকটাত্মীয়-স্বজন ছাড়া দলীয় কোনো নেতাকে সাক্ষাৎ দেননি তিনি।
এদিকে দীর্ঘদিন পর খালেদা জিয়ার আগমন উপলক্ষে গুলশানে তার রাজনৈতিক কার্যালয় ধুয়ে-মুছে সাফ করা হয়। চুনকাম করা হয়েছে অফিসের দেয়াল, প্রাচীর, প্রধান ফটকও।
ব্যক্তিগত সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। টানা ২ মাস ১০ দিন লন্ডনে অবস্থানকালে দুই চোখ ও পায়ের চিকিৎসা করান তিনি।
এছাড়া স্থানীয় বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় ও একটি নাগরিক সভায় যোগ দেন খালেদা জিয়া।