সৌদি আরবে পাচারকালে উদ্ধার হওয়া ২০ নারীকে পুলিশি হেফাজতে ঢাকায় নেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে নগরীর সিটি গেট এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তাদের সবার বাড়িই কক্সবাজারে।
এ সময় কবির আহমেদ নামে একজনকে আটক করা হয়। তার দাবি, ঢাকার আলিফ ওভারসিজ নামে একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে এসব নারীকে সৌদি আরব পাঠানো হচ্ছে। এ ব্যাপারে সব কাগজপত্র আছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি হেফাজতে তাদের ঢাকায় পাঠানো হয়।
আকবর শাহ থানার ওসি জানান, এসব নারীকে শাহ জালাল বিমানবন্দরে নেয়া হবে। সেখানে কাগজপত্র দেখে ইমিগ্রেশন পুলিশই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।