ফেসবুক খুলেছে!

Slider জাতীয়

l

 

 

 

 

ঢাকা: শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড কার্যকরকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশে বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফের খুলে দেওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে ব্যবহারকারীরা কম্পিউটার ও মোবাইল ফোন থেকে ফেসবুকসহ বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সংযোগ পাচ্ছেন বলে জানা গেছে।

তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সরকারের তরফে। সরকারি একটি সূত্র জানিয়েছে, ফেসবুকসহ বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসছে।

উল্লেখ্য, শীর্ষ দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বাংলাদেশে ফেসবুক, ভাইবারসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *