গ্রাম বাংলা ডেস্ক: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ঈদে আর যানজটের সমস্যা হবে না। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে সড়ক বিভাগ সব ধরনের চেষ্টাই করছে। আগামী ঈদে রাস্তা নষ্ট থাকার কারণে আর যানজট হবে না।
মঙ্গলবার সকালে মন্ত্রী রাজধানীর ফার্মগেট এলাকায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
সংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, আমাকে বলুন গত কয়েক দিনে কোন রাস্তাটা বন্ধ ছিল, কোন মহাসড়কে যানজট ছিল? আমি তামাশা করি না। যানজট হলে আমি দায় এড়াতে পারি না। ২০শে জুলাইয়ের মধ্যে সব সড়ক মহাসড়ক সচল হবে মন্ত্রীর এমন প্রতিশ্রুতির পরও রাস্তা পুরো প্রস্তুত হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,
সারা দেশে ২০ পার্সেন্ট কাজ বাকি আছে, যা দুই-এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আপাতত জোড়াতালি দিয়েই চলতে হবে।