গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার ওসিন নামে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার বেশ কিছু যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, সকাল ৬টার দিকে ওসিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, কারখানার টিনশেড ভবনের তুলা প্রক্রিয়াকরণ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তুলা প্রক্রিয়াকরণ মেশিন ও তুলা পুড়ে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।