ঢাকা : হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিজিবি সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে টহল দেয়া শুরু করেছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হরতালে নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত মাঠে থাকবে।
সূত্র জানায়, বিজিবি সদস্যরা বিশেষ করে রাজধানী কূটনৈতিক এলাকা গুলশান, বনানী, সংসদ ভবন, ধানমণ্ডি, বাড্ডা, পল্টনসহ বিভিন্ন এলাকায় নাশকতা রোধে টহলে থাকবে।
প্রসঙ্গত, জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যার এ হরতাল পালনের ডাক দেয় জামায়াত।