কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর দিনের লেনদেন শুরু হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরুর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা শুরু হয়নি। ত্রুটি সারানোর পর বেলা ১২টা থেকে লেনদেন শুরু হয়।
ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর প্রাক্কালে ব্রোকারেজ হাউসগুলো ডিএসইর সার্ভারে লগইন করতে ব্যর্থ হয়। এ অবস্থায় লেনদনে স্থগিত ঘোষণা করা হয়।
তিনি জানান, ত্রুটি সারানোর পর বেলা ১২টা থেকে লেনদেন শুরু হয়েছে।
এছাড়া দেড় ঘণ্টা বিলম্বে লেনদেন শুরু হওয়ায় বেলা আড়াইটার পরিবর্তে দেড় ঘণ্টা বাড়িয়ে বিকেল ৪টায় দিনের লেনদেন শেষ হবে বলেও জানান শফিকুর।