গাজীপুর জেলার কালীগঞ্জে কামাল হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনা জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যবসায়ী কামাল হোসেন উপজেলার দেওপাড়া গ্রামের শহিদুর রহমান ওরেফ লাল মিয়া ছেলে। জানা গেছে, রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কামাল। পথিমধ্যে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ের কাছে পৌঁছুলে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে পাঠায়। সেখান রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার দেওপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইফুল ইসলাম ও জয়নালের ছেলে কালামকে আটক করা হয়েছে।