গ্রাম বাংলা ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সাথে যুদ্ধে দুই ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে মোট ২৭ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে ফিলিস্তিনের দাবি, নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা অর্ধশতাধিক।
অপরদিকে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়শ’।
সকালে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজায় অপারেশন প্রটেকটিভ এজ চলাকালে আইডিএফের (ইসরাইল ডিফেন্স ফোর্সেস) দুই সৈন্য প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো তিন সৈন্য। এছাড়া দুই ইসরাইলি নাগরিকও নিহত হয়েছে বলে জানায় তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সকাল থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মোট তিন হাজার ৬৪০ জন।