‘ইত্যাদি’ এবার নোয়াখালীতে

বিনোদন ও মিডিয়া
untitled-24_174959
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হলো নোয়াখালীতে। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের ঐতিহাসিক, প্রাচীন প্রত্নতাত্তি্বক ও নৃতাত্তি্বক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোতে অনুষ্ঠানটি ধারণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে নোয়াখালীর মাইজদীতে। সেখানকার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে ২০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করা হয়। এবারের পর্বে থাকছে তুরস্ক ও গ্রিসের সীমান্ত এলাকায় ধারণকৃত মানব প্রচার এবং ভোলার লালমোহনের স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর অনুসন্ধানী প্রতিবেদন। আরও আছে ফেরিতে করে রেল পারাপারের দৃশ্য ও নিঝুম দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য।

এছাড়াও মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও বিনোদ রায়ের সঙ্গীতায়োজনে রবি চৌধুরীর নোয়াখালীকে নিয়ে গান। পাশাপাশি নোয়াখালীর জনপ্রিয় তিনটি গানের অংশবিশেষের সমন্বয়ে থাকছে একদল নৃত্যশিল্পীর পরিবেশনা। নিয়মিত বিষয়ের মধ্যে মাহফুজ আহমেদ ও তারিনকে নিয়ে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি আসছে ২৭ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *